২০৪০ সাল নাগাদ উবারে শতভাগ ইলেকট্রিক গাড়ি

৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:২৬  
২০৪০ সাল নাগাদ উবার সেবায় ব্যবহৃত সকল গাড়িই হবে ইলেকট্রিক গাড়ি। আর এই লক্ষে ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিচ্ছে কোম্পানিটি। খবর রয়টার্স। মঙ্গলবার উবার জানিয়েছে, চালকরা যাতে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করে সেজন্য ৮০০ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে। এছাড়া পার্টনার গাড়িনির্মাতা প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনা কিংবা লিজ নেয়ার জন্য বিশেষ ছাড়ও দেয়া হবে। গত ফেব্রুয়ারির প্রথমদিকে উবার জানিয়েছিলো, বিশ্বব্যাপী তাদের ৫ লাখ চালক রয়েছে। এছাড়া কোম্পানিটির সাথে জেনারেল মোটরস, রিনাউল্ট, নিসান ও মিতসুবিসির সাথে অংশীদারিত্ব রয়েছে। প্রাথমিকভাবে ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে পরিবেশবান্ধব জিরো ইমিশন গাড়ি নিশ্চিত করবে উবার। এই অঞ্চলে নিয়ন্ত্রক সংস্থার সহায়তা ও অত্যাধুনিক অবকাঠামো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ডিবিটেক/বিএমটি